Monday, July 7, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারমরা ছাড়া আর কোনো গতি নাই’ লিখে মৌলভীবাজারে যুবকের আ'ত্মহ'ত্যা

মরা ছাড়া আর কোনো গতি নাই’ লিখে মৌলভীবাজারে যুবকের আ’ত্মহ’ত্যা

 

 

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার ::

‘মরা ছাড়া আর কোনো গতি নাই’ নিজের ফেসবুক ওয়ালে এমন মর্মান্তিক একটি স্ট্যাটাস দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রাহাতুল ইসলাম রাহাত (৩০) নামের এক যুবক।

 

রবিবার (৬ জুলাই) বিকেলে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

 

রবিবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার।

 

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে হতাশ হয়ে রাহাত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

 

এদিকে রাহাতের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, গত কয়েক মাস ধরেই তিনি হতাশা ও মানসিক অস্থিরতার নানা ইঙ্গিত দিচ্ছিলেন। মাত্র দুইদিন আগে তিনি রাসেল নামের এক যুবকের আত্মহত্যার সংবাদ শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমার ও পরিস্থিতি আসছে।’ এরও আগে ২৮ জুন তিনি লিখেন, ‘হঠাৎ সবাইকে ছেড়ে চলে যাবো।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments