Saturday, July 5, 2025
Homeখেলাধুলাতুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের গোল-বন্যা 

তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের গোল-বন্যা 

স্পোর্টস ডেস্ক,

বাংলাদেশ নারী ফুটবল দল তুর্কমেনিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে খেলতে নামলেও পারফরম্যান্সে ছিল না কোনো ছাড়। এক ম্যাচ হাতে রেখেই এশিয়া কাপ নিশ্চিত করা দলটি মিয়ানমারের থুউন্না স্টেডিয়ামে প্রথমার্ধেই তুলে নেয় ৭ গোল। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল না পেলেও প্রথমার্ধের দাপটেই ৭-০ গোলের জয় তুলে নেয় শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা, তহুরারা।

 

ম্যাচের শুরু থেকেই গতি ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। মাত্র ৩ মিনিটেই স্বপ্নার গোলে এগিয়ে যায় লাল-সবুজ শিবির। এরপর গোল উৎসব শুরু হয় একের পর এক। এরপর শামসুন্নাহার গোল করেন ৬ মিনিটে। শামসুন্নাহার তার দ্বিতীয় গোলটি করেন ১৩ মিনিটে। ম্যাচের ১৬ মিনিটে বাংলাদেশ ব্যবধান বাড়ায় মনিকার গোলে।

 

প্রথমার্ধে একপ্রকার বিধ্বস্তই হয়েছিল তুর্কমেনিস্তান। এক পর্যায়ে গোলরক্ষক বল ধরতে গিয়েও ফসকে ফেলেন। এতে আরেকটি গোল হজম করে তারা। ঋতুপর্ণার শটে ১৭ মিনিটে যা ছিল দলের পঞ্চম গোল। ২০ মিনিটে তহুরার গোলে স্কোর হয় ৬-০। ৪০ মিনিটে তার ঋতুপর্ণার গোলেই স্কোর দাঁড়ায় ৭-০।

 

দ্বিতীয়ার্ধে গোলের জন্য অনেক চেষ্টা করলেও কাজ হয়নি। বারবার আক্রমণ করেও লক্ষ্যভেদ করতে পারেনি বাংলাদেশ। কিছু সুযোগ হাতছাড়াও হয়। তবে প্রথমার্ধে গড়া বড় লিডের ওপর ভর করেই জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের শিষ্যরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments