Saturday, July 5, 2025
Homeসিলেট বিভাগসিলেটসিলেটে দুই বাসের মুখোমুখি সংঘ'র্ষে নিহ'ত ১

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘ’র্ষে নিহ’ত ১

নিজস্ব প্রতিবেদক,

 

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৬-৭ জন আহত হয়েছেন।

 

শনিবার (৫ জুলাই) ভোরে ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম রাজু। তিনি ইউনিক পরিবহনের হেলপার ছিলেন।

 

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুটি গাড়িই অতিরিক্ত গতিতে চলছিল, ফলে এ দুর্ঘটনা ঘটে। এতে ইউনিক বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান।

 

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ইউনিক বাসটি সিলেট থেকে ঢাকায় ও এনা বাসটি ঢাকা থেকে সিলেট আসার পথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং উভয় বাসের যাত্রী ও কর্মচারীরা আহত হন।

 

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

 

ওসি বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে রাস্তার পাশে রাখা হয়েছে। বর্তমানে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments