দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের আওতায় (পার্টনার) দিনব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মসুচির মধ্যে ছিল আলোচনা সভা, বিভিন্ন প্রদর্শনী, সম্মানি প্রদান ইত্যাদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ওমর ফারুক ।
কৃষিবিদ মোঃ আশরাফুল আলমের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা চাষীকল্যান সমিতির সভাপতি মো.খলিলুর রহমান আরও বক্তব্য রাখেন কৃষক দিলিপ সুত্রধর প্রমুখ
এছাড়াও দোয়ারাবাজার উপজেলার কর্মরত উপসহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাংবাদিকগন অংশ নেন
দিন ব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০ জন কৃষক/কৃষণী অংশগ্রহণ করেন এবং প্রত্যেক কৃষক/কৃষাণীকে সকালের নাস্তা ও দুপুরের খাবার সহ ৫০০ টাকা করে সম্মানী দেওয়া।