পিন্টু দেবনাথ, মৌলভীবাজার :
মৌলভীবাজার জেলা জুড়ে সকল সীমান্ত কঠোর নিরাপত্তা ও নজরদারী থাকা সত্ত্বেও থামছে না পুশইন। ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ বার বার পুশইন করছে।
বৃহস্পতিবার জেলার তিন সীমান্ত দিয়ে ৭৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ। এর মধ্যে বড়লেখা সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ৪৮ জন, শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ২৩ জন ও কুলাউড়া সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বড়লেখা উপজেলার পাল্লাথল পুঞ্জি সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ১৫ এবং ১৮জন শিশু রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘরাঘুরি করার সময় বিজিবির টহলদল ৪৮ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজিবি জানিয়েছে, তাঁরা ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসাসহ বিভিন্ন কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তাঁদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলায়। পরে বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই করে বড়লেখা থানায় হস্তান্তর করে।
বিজিবি-৫২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, ঘটনার আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকমারা সীমান্ত এলাকা দিয়ে ২৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী( বিএসএফ)। পরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ৯ টি শিশু, ৯ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে। তাদের পরিচয় পাওয়া যায় নি।
এ দিকে জেলার কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদেরকে আটক করেছে বিজিবি।
এ নিয়ে জেলার বড়লেখা, কমলগঞ্জ, জুড়ী, কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো অন্তত ৪৭৬ জনকে আটক করেছে বিজিবি।