Sunday, August 17, 2025
Homeঅন্যান্যপ্রযুক্তিশাবিপ্রবিতে ১৩টি বিভাগ চালুর পথে,থাকছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং

শাবিপ্রবিতে ১৩টি বিভাগ চালুর পথে,থাকছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং

শাবিপ্রবি প্রতিনিধি,

আধুনিক প্রযুক্তি ও সময়োপযোগী শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চালু হতে যাচ্ছে ১৩টি নতুন বিভাগ। এর মধ্যে রয়েছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, আইন, ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। ফলে প্রায় ১৭ বছর পর নতুন বিভাগ চালু হতে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে।

 

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ইতোমধ্যে এসব বিভাগ চালুর প্রস্তাব অনুমোদন করেছে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুমোদনের জন্য চিঠি পাঠানো হয়েছে। ইউজিসির অনুমোদন পেলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।

 

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী জানান, “দীর্ঘদিন শাবিপ্রবি যুগোপযোগী শিক্ষা থেকে পিছিয়ে ছিল। আমরা এই ধারা বদলাতে চাই। প্রকৌশল, বিজ্ঞান এবং ধর্মীয় জ্ঞানের সমন্বয়ে নতুন বিভাগগুলো শুরু করলে এই প্রতিষ্ঠান তার প্রকৃত রূপ পাবে।”

 

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নেও বড় ধরনের পরিবর্তন আসছে। বর্তমানে ১৩টির বেশি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এগুলো সম্পন্ন হলে পুরো ক্যাম্পাসে দৃশ্যমান পরিবর্তন ঘটবে।”

 

বিশেষজ্ঞরা বলছেন, দেশে দিন দিন বিমানের ব্যবহার বাড়ছে, কিন্তু দক্ষ অ্যারোনটিক্যাল প্রকৌশলীর সংখ্যা অপ্রতুল। এ অভাব পূরণের লক্ষ্যেই চালু হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

 

একইভাবে, দেশে রোবোটিক্স, অটোমেশনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে শিল্প কারখানায়, কিন্তু মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারদের ঘাটতি রয়েছে। নতুন এই বিভাগ ভবিষ্যতের স্মার্ট ইন্ডাস্ট্রির জন্য দক্ষ জনবল তৈরি করবে।

 

মেটেরিয়াল সায়েন্স বিভাগ চালুর মাধ্যমে পলিমার, সেমিকন্ডাক্টর, ধাতব ও সিরামিকসসহ বিভিন্ন আধুনিক খাতে ব্যবহৃত উপাদানের গবেষণা ও উন্নয়নে অবদান রাখার আশা করছে কর্তৃপক্ষ।

 

বাকি বিভাগগুলোর মধ্যে রয়েছে আরবান এন্ড রিজিওনাল প্লানিং, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, সয়েল সায়েন্স, বোটানি এন্ড জুওলজি, এবং ইসলামিক স্টাডিজভিত্তিক বিভাগ।

 

বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী বলেন, “শাবিপ্রবির আইন অঙ্গনে এখনো কোনো নিজস্ব গ্র্যাজুয়েট নেই। আইন বিভাগ চালুর সিদ্ধান্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।”

 

অন্যদিকে, ইউজিসির সচিব ফখরুল ইসলাম জালালাবাদকে মোবাইলে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিরূপ প্রতিক্রিয়া জানান এবং বলেন, “৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব তথ্য মুখস্থ রাখা সম্ভব নয়, তাছাড়া অফিস সময়ের বাইরে ফোন করা শোভনীয় নয়।”

 

উল্লেখ্য, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত শাবিপ্রবি ১৯৯১ সালে রসায়ন, পদার্থবিজ্ঞান ও অর্থনীতি বিভাগ দিয়ে একাডেমিক যাত্রা শুরু করে। বর্তমানে ২৭টি বিভাগ ও ২টি ইনস্টিটিউট চালু রয়েছে। তবে দীর্ঘ ১৭ বছর ধরে কোনো নতুন বিভাগ যুক্ত হয়নি। ২০১৬ সালে সমুদ্রবিজ্ঞান বিভাগ খোলা হলেও তা সময়ের চাহিদা নয়, বরং ব্যক্তিগত সিদ্ধান্তের ফসল বলে অনেকেই মনে করেন।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এসব নতুন বিভাগ চালুর মাধ্যমে শাবিপ্রবি একটি আধুনিক, পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments