নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার পৌরসভা ও সদর উপজেলার আয়োজনে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণের ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ জুলাই) বাদ আছর শহরের টাউন দেওয়ানী জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, জেলা সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী সহ জামায়াত, শিবির ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও আগত মুসল্লিগণ।
দোয়া পূর্ব আলোচনায় জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেন, ৫ আগস্টের আগে মসজিদে নামাজ পড়তে গেলেও পুলিশি পাহারা থাকতো। মসজিদের ভিতরে গিয়ে পুলিশ মুসল্লিদের সাথে দূর্ব্যবহার করেছে। বিগত জুলাই আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।
তিনি বলেন, আওয়ামীলীগ ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। তারা দমন পীড়ন করে মানুষকে দমিয়ে রাখতে চেয়েছিল। তাদের ইতিহাস দমন-পীড়নের ইতিহাস। তাদের এই সাড়ে ১৫ বছরের জুলুম থেকে মানুষ রক্তের বিনিময়ে মুক্তি পেয়েছে। জুলাই আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনা করছি। আর যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি।একই সাথে রক্তাক্ত বিপ্লবে আহতদের পূর্ণ সুস্থতার আগ পর্যন্ত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা দাবি করছি।
পরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন টাউন দেওয়ানী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আকিল উদ্দিন।