Tuesday, July 1, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারমৌলভীবাজারে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, নিজেদের কখনো সংখ্যালঘু...

মৌলভীবাজারে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, নিজেদের কখনো সংখ্যালঘু ভাববেন না। – পুলিশ সুপার 

 

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার :

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা বলেছেন, “আপনারা বাংলাদেশের সাধারণ নাগরিক। আমাদের কাছে আপনাদের পরিচয় কেবল এটুকুই—আপনারা নাগরিক। অন্য সকল নাগরিকের মত আপনাদেরও সমান অধিকার রয়েছে। মৌলভীবাজার জেলা পুলিশ আপনাদের জন্য সর্বোচ্চ আইনগত সেবা দিতে বদ্ধপরিকর। আপনারা নিজেদের কখনো সংখ্যালঘু ভাববেন না। যে কোনো সমস্যায় নির্ভয়ে পুলিশের সহায়তা নেবেন।”

তিনি আরও বলেন, “শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সমাজের সকলের দায়িত্ব রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক বিভ্রান্তিমূলক ছবি বা ভিডিও দেখলেই যাচাই-বাছাই করুন, শেয়ার করার আগে ভাবুন। প্রয়োজনে পুলিশকে জানান। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী গুজব ছড়িয়ে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। তাই সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

পুলিশ সুপার সোমবার (১ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের এক মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

সাম্প্রতিক বিভিন্ন প্রসঙ্গ ছাড়াও বিশেষভাবে আলোচনায় আসে আসন্ন জন্মাষ্টমী ও দুর্গাপূজার প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাং, ইভটিজিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক গুজব ও বিভ্রান্তি প্রতিরোধ সংক্রান্ত বিষয়সমূহ।

সভায় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের নিরাপত্তা, সামাজিক সমস্যাসমূহ এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান, জেলা বিশেষ শাখার ডিআইও-১ ওমর ফারুক, সিনিয়র আইনজীবী এড. সুনীল কুমার দাস, মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব শিব প্রসন্ন ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা শৈলেন্দ্র মোহন পাল, এড. রুনু কান্ত দত্ত ও সাংগঠনিক সম্পাদক রূপক চন্দ্র দেব এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক চিত্রা নন্দী প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments