Thursday, August 14, 2025
Homeঅপরাধমৌলভীবাজারে মা'দ'কবিরো'ধী অভি'যানে সাতজনের কা'রাদ'ণ্ড

মৌলভীবাজারে মা’দ’কবিরো’ধী অভি’যানে সাতজনের কা’রাদ’ণ্ড

নিজস্ব প্রতিবেদক,

 

 

মৌলভীবাজারে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকসেবনের দায়ে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (২২ জুন) সন্ধ্যায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন। এ সময় তাকে সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।

 

অভিযানে আটক সাতজনের মধ্যে রহমত আলী, জাকারিয়া আহমেদ, হৃদয় শব্দকর, আব্দুল মারুফ এবং মিলাদ আহমেদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড, আমিনুল ইসলাম আরমানকে ৩০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং মো. সুমন মিয়াকে সর্বোচ্চ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

উপপরিচালক মো. রাশেদুজ্জামান জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments