ডেস্ক নিউজঃ
ছাতক আর্মি ক্যাম্পের নিয়মিত টহল টিম পিয়াইন নদীর, আমবাড়ি ঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ভর্তি ৯ টি ট্রলার ও ৭ ব্যাক্তিকে আটক করেছে।৯ বালু বর্তি ট্রলারে রয়েছে ১১ হাজার ৬ শত ৯০ ঘনফুট বালু।
আটকৃতরা হলেন, জামালজ্ঞঞ্জ উপজেলার দুর্লবপুর গ্রামের মো.আব্দুল আলীর পুত্র রুবেল মিয়া,বিশ্বম্ভরপুর উপজেলার কৌয়া গ্রামের হরে দাসের পুত্র বকুল দাস,একই উপজেলা
ফুলভরী গ্রামের মুছব্বির আলীর পুত্র মো. নবাব মিয়া,ভীম খালি ইউনিয়নের নুরপুর গ্রামের মো.জমিদার পাঠানের পুত্র
মো. জসিম উদ্দিন পাঠান, ছোট বাইট্টা গ্রামের মো.আব্দুল মান্নানের পুত্র মো মোশাহিদ,জামালগঞ্জ উপজেলার দুর্লবপুর
গ্রামের মো.তাজুদ মিয়ার পুত্র মো.মঈন উদ্দিন ও সদরকান্দি গ্রামের নবী হোসেনের পুত্র মো. রমজান আলী।
বৃহস্পতিবার সকালে আটক বালু ভর্তি ইঞ্জিন চালিত নৌকা সহ ধৃত ৭ জনকে ছাতক নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।