জালাল উদ্দিন লস্কর,হবিগঞ্জ জেলা প্রতিনিধি::
মাধবপুরে কমলপুর হযরত শাহজালাল (র) আলিম মাদ্রাসায় ‘নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে অন্যতম অন্তরায় বাল্য বিবাহ’ শীর্ষক আলোচনা ও আলিম শ্রেণীর শিক্ষার্থীদের অভিষেক অনুষ্টিত হয়েছে।
আজ শনিবার(১৬ সেপ্টেম্বর) এ আলোচনা সভা ও অভিষেক অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও ময়মনসিংহের সাবেক বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী এবং ইউএনও মনজুর আহ্সান।আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসার এএম ফয়সল চৌধুরী,সাবেক চেয়ারম্যান আপন মিয়া ও মাদ্রাসার সভাপতি লুৎফর রহমান।সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আনিসুর রহমান আদিল।
ব্যতিক্রমী এ শিক্ষা প্রতিষ্টানের উদ্যোগে সম্প্রতি পরীক্ষায় ভালো ফলাফল করায় জিপিএ ফাইভ পাওয়া ৬ ও জিপিএ ৪’৮ পাওয়া ২ এতিম শিক্ষার্থীকে বিমানে কক্সবাজার ভ্রমণে নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে আনা হয়।