Thursday, August 7, 2025
Homeঅপরাধদোয়ারাবাজারে ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

দোয়ারাবাজারে ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

শ্রীপুর বাজারে ‘জাকির টেলিকম’ কেন্দ্র করে সংঘবদ্ধ চক্রের হামলার চেষ্টা

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজারে এক ব্যবসাপ্রতিষ্ঠান বেআইনিভাবে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী জাকির হোসেন এ ঘটনায় দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত সোমবার রাত আনুমানিক ৮টার দিকে পান্ডারগাঁও গ্রামের মৃত সাদত আলীর পুত্র জিলু মিয়া, লায়েক মিয়া, এমরান মিয়াসহ কয়েকজন সংঘবদ্ধভাবে শ্রীপুর বাজারে অবস্থিত ‘জাকির টেলিকম’ দোকানে এসে হঠাৎ করে দুটি সাটারে তালা লাগিয়ে দেন। দোকান মালিক জাকির হোসেন প্রতিবাদ করলে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

জাকির হোসেন জানান, “তারা মারধর ও খুনখারাপির জন্য উত্তেজিত হয়ে ওঠে। আমার পরিবারকেও দোকান ছাড়তে বলে ভয়ভীতি দেখায়। পরে স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করে।”

তিনি জানান, ঘটনার পর থেকে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোনো সময় হামলার আশঙ্কা করছেন।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান বলেন, “দোকানদার জাকিরের ভাইয়ের সঙ্গে লেনাদেনাসংক্রান্ত বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযোগ তদন্তাধীন রয়েছে।”

 

স্থানীয় ব্যবসায়ী মহলে ঘটনাটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বাজারে ব্যবসায়ী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন অনেকেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments