ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় প্রবল ঝড়ের কবলে পড়ে ঝড়ে বিধ্বস্ত দুটি শঙ্খচিল পাখি গাছ থেকে মাটিতে পড়ে যায়। শনিবার (১৭ মে) দুপুরে এ ঘটনা ঘটে, যা স্থানীয় বাসিন্দাদের দৃষ্টিতে আসে। তারা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে পাখি দুটি উদ্ধার করেন। আহত পাখি দুটিকে নিরাপদ আশ্রয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং পাখি দুটিকে তারা দ্রুত সুস্থ করে তোলেন।
পরবর্তীতে, ১৮ মে রবিবার, শঙ্খচিলগুলোকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শুধু প্রাণীর জীবনরক্ষা নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।