রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধিঃ
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি ; তথ্য দিন সেবা নিন এই শ্লোগানগুলোকে সামনে রেখে আজমিরীগঞ্জ থানায় ৫টি বিটে চলছে বিট পুলিশিং কার্যক্রম। প্রতিটি বিটে ইনচার্জ হিসেবে রয়েছে একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা। জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম নিয়মিত মনিটরিং করছেন।
১৬ই মে ২০২৫ইং শুক্রবার কাকাইলছেও ইউনিয়ন কামাল পুর গ্রামে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই গ্রামটি কিশোরগঞ্জ জেলার সাথে সংযুক্ত কুশিয়ারা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত্ব। সভায় প্রধান অতিথি হিসেবে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম আদিপত্য বিস্তার ও কথা কাটাকাটির বিষয়টি নিষ্পত্তি করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন এস আই খোকন, এএস আই আদিল,
এছাড়া উক্ত সভায় বি এন পি নেএীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে থানা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।