Wednesday, May 14, 2025
Homeঅপরাধসুনামগঞ্জের কারাগারে আওয়ামী লীগের ৬ নেতা

সুনামগঞ্জের কারাগারে আওয়ামী লীগের ৬ নেতা

নিজস্ব প্রতিবেদক,

 

৪ আগস্টে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার মামলায় আওয়ামী লীগ, যুবলীগের ৬ জন নেতার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

আসামিরা হলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস, জেলা মৎসজীবী লীগের সভাপতি ফজলুল হক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর, সদর উপজেলা যুবলীগের সভাপতি সাধারণ এহশান শাহ উজ্জ্বল, সাধারণ সম্পাদক উকিল আলী।

 

জানা যায়, বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে হাজির হয়ে আওয়ামী লীগ যুবলীগের ৭ জন আসামী জামিন আবেদন করলে আদালত ৬ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এরআগে উচ্চ আদালত থেকে এই ৭জন আসামি ৮ সপ্তাহের জামিন প্রাপ্ত হলে গতকাল জামিনের মেয়াদ শেষ হয়। এবং আসামিরা বুধবার (১৪ মে) জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্চায় হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের আদেশ দেন।

 

উল্লেখ্য, ৪ আগস্ট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত যুবক জহিরের ভাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments