Wednesday, May 14, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারসিলেট সীমান্তে ১৬ নারী-শিশুকে ‘পুশ ইন’ করল বিএসএফ

সিলেট সীমান্তে ১৬ নারী-শিশুকে ‘পুশ ইন’ করল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক,

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে ৬৯ জনকে ‘পুশ ইন’ এরপর এবার সিলেটের কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্তে ১৬ জন নারী ও পুরুষকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীামন্তরক্ষী বাহিনী-বিএসএফ। বুধবার সকালে ‘পুশ ইনের’ পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে। তাদের নাগরিকত্বের বিষয়টি যাচাই-বাছাই চলছে।

 

আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছে। বিকেল পর্যন্ত তাদের থানায় হস্তান্তর করা হয়নি। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল এ তথ্য জানিয়েছেন।

 

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানিয়েছেন, যাদের ‘পুশ ইন’ করা হয়েছে তাদের পরিচয় যাচাই-বাচাই চলছে। সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করা হয়েছে।

 

এর আগে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে ৬৯ জনকে আটক করে বিজিবি, যাদের বিএসএফ ‘পুশ ইন’ করেছিল। সীমান্ত পরিস্থিতি নিয়ে সোমবার শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন করেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments