মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে উপনয়ন সংস্কার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) শুভ সমাবর্তন এর মাধ্যমে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগিবিল যোগীকুঞ্জ শিবাঙ্গনে শৈব যোগী সংঘের আয়োজনে অনুষ্ঠিত ৬ষ্ঠতম উপনয়ন সংস্কার গ্রহণ করেন ৯ জন ভক্ত।
আচার্য ডা. শ্রীনিবাস দেবনাথ এর বৈদিক প্রার্থনা, আধ্যাত্মিক আলোচনা এবং যোগী নিরোদ রঞ্জন দেবনাথ (শিক্ষক) এর পৌরহিত্যে মন্দির প্রাঙ্গন হয়ে উঠে ভাবগম্ভীর। এছাড়াও পৌরহিত্যে ছিলেন যোগী সুরঞ্জিত দেবনাথ, পাপ্পু দেবনাথ এবং রাজেশ দেবনাথ।
শত শত অনুরাগী ভক্ত, পরিবার-পরিজন এবং অসংখ্য পণ্ডিতমণ্ডলীর অংশগ্রহণে অনুষ্ঠান হয়ে উঠে মধুময়।