Monday, May 12, 2025
Homeঅপরাধসিলেটে আ.লীগ নেতাকে মারধর করে পুলিশে দেওয়া সেই বিএনপি নেতাকে শোকজ

সিলেটে আ.লীগ নেতাকে মারধর করে পুলিশে দেওয়া সেই বিএনপি নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক,

সিলেটের কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন আহমদকে মারধর করে পুলিশে সোপর্দকারী বিএনপি নেতা মামুন রশিদকে শোকজ করা হয়েছে। কানাইঘাট উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুন রশিদকে রোববার রাতে শোকজ করে সিলেট জেলা বিএনপি।

 

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী স্বাক্ষরিত শোকজ নোটিশে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়।

 

শোকজ নোটিশে বলা হয়, ‘কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আপনার দায়িত্বশীল অবস্থানে থেকেও সম্প্রতি আপনি এমন কিছু কর্মকাণ্ডে জড়িয়েছেন, যা সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি দলের দৃষ্টিগোচর হয়েছে এবং তা দলীয় আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী। আপনার এ ধরনের অবস্থানকে সংগঠনের বিরুদ্ধে কার্যত বিরুদ্ধাচরণ হিসেবে গণ্য করা হচ্ছে। কেন আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হলো।’ ব্যাখ্যার ভিত্তিতে গঠনতন্ত্র অনুসারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেন নোটিশে উল্লেখ করা হয়।

 

গত শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পরদিন রোববার দুপুর দুইটার দিকে স্থানীয় মসজিদে নামাজ পড়ে বের হওয়ার পর আওয়ামী লীগ নেতা আফসার উদ্দিনকে মারধর করা হয়। পরে তাকে বিএনপি সভাপতি মামুনের বাড়িতে নিয়ে রাখা হয়। আফসার উদ্দিন ওই সময় সদর ইউনিয়নের চটিগ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছিলেন। আওয়ামী লীগ নেতাকে রাস্তায় মারধরের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পেছনে বিএনপি নেতা মামুনুর রশিদ জড়িত বলে জানা যায়। যদিও শোকজ নোটিশ ঘটনাটি উল্লেখ করা হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments