ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গলে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের ঘটনায় দুটি পৃথক নারিকেল গাছে আগুন ধরে যায়।
রবিবার (১১ মে) বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আকাশ কালো হয়ে আসে এবং শুরু হয় তীব্র কালবৈশাখী ঝড়। ঝড়ের সঙ্গে প্রবল বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের আঘাতে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে অবস্থিত একটি নারিকেল গাছে এবং অপর একটি বজ্রপাত শ্রীমঙ্গল রেলওয়ে কলোনির পাশে আরেকটি নারিকেল গাছে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায় গাছদুটিতে, এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
স্থানীয়রা দ্রুত উদ্যোগ নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের তৎপরতা এবং প্রবল ঝড়বৃষ্টির কারণে আগুন নিয়ন্ত্রণে আসে, ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “থানার একটি নারিকেল গাছে বজ্রপাতের কারণে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা আসার আগেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে আগুন নিভে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের বজ্রপাত থেকে গাছে অগ্নিকাণ্ডের ঘটনা এ এলাকায় প্রথম। অনেকেই একে প্রকৃতির ভয়ঙ্কর রূপ বলে নে করের।