দোয়ারাবাজার প্রতিনিধি:
দোয়ারাবাজারে আপন দুই ভাইয়ের উত্যক্তে অতিষ্ঠ হয়ে পড়েছেন হাওরপাড়ের এক গৃহিণী। এমন অভিযোগ এনে সম্প্রতি দোয়ারাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের দেখার হাওরপাড়ের নলুয়া গ্রামের গৃহিণীর প্রতি লোলুপ দৃষ্টি পড়ে একই গ্রামের মৃত চেরাগ আলীর দুই পুত্র লিটন মিয়া ও জুনেদ মিয়ার। তারা পৃথক পৃথক ভাবে ওই নারী কে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছেন। এ নিয়ে গ্রাম পঞ্চায়েতবাসীর কাছে বিচার দিয়েও কোন প্রতিকার না পেয়ে তিনি থানা পুলিশের আশ্রয় নিয়েছেন।
ভুক্তভোগী ওই নারী জানান, এরা আমাদের পড়শী। সন্ধ্যার পরে হাওর গ্রামের বাড়িতে পুরুষ লোক না থাকায় তারা মদ্যপ হয়ে আমাদের বাড়ি ঘরে এসে মাতলামী করে এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। সম্প্রতি তারা দুই ভাই আরও বেপরোয়া হয়ে উঠেছে। এখন থানায় অভিযোগ দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
তবে অভিযুক্তরা বলেছেন, তারা এসব কর্মকান্ডে জড়িত নয়, অহেতুক তাদের বিরুদ্ধে বদনাম রটাচ্ছ।
জানতে চাইলে অভিযোগের তদন্ত কর্মকর্তা দোয়ারাবাজার থানার এ এস আই আব্দুল কাইয়ুম বলেছেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।