মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা ভূমি অফিসে জমিজমার কাগজ নিয়ে দালালির কারনে দুইজন দলিল লিখকসহ ৩ জনকে পুলিশী হেফাজতে রাখা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
উপজেলা ভূমি অফিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত নিয়ে দালালি করার কারনে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল শাফিন এর দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক দলিল লিখক খায়রুল ইসলাম, সোয়েব আহমদ ও কম্পিউটার অপারেটর কামাল আহমেদকে পুলিশী হেফাজতে দেয়া হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন পুলিশী হেফাজতে তিনজন আছেন বলে সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, বিভিন্ন অভিযোগে দলিল লিখক খায়রুল ইসলাম এর সনদপত্র স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে পুনরায় সনদপত্র ফিরে পান।
বিকাল ৫ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশী হেফাজতে রয়েছেন বলে জানা যায়।