দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশু মোঃ হুসন মিয়া (১২) এর হত্যাকান্ডের ঘটনার মূল রহস্য উদঘাটন করে আসামি গ্রেফতারের পর ঘটনায় জড়িত শিশু আকসান এর বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়,গত (০৫ মে) বিকাল অনুমান ৫.৩০ ঘটিকার সময় দোয়ারা পশ্চিম বাজারস্থ জনৈক হারুনুর রশিদ এর নির্মাণাধীন ভবনের নিচতলার দক্ষিন পূর্ব কোনে পশ্চিম নৈনগাও,গ্রামের সাকির মিয়ার ছেলে ভিকটিম মো: হুসন মিয়া (১২) এর গলায় ছুরি দ্বারা আঘাত ও পেটে ছিদ্রযুক্ত গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।স্থানীয় লোকজন দেখতে পেয়ে উদ্ধারপূর্বক দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে পরিক্ষা নিরিক্ষা করিয়া মৃত ঘোষণা করেন।
উক্ত বিষয়ে ভিকটিমের আপন মামা বিলাত আলী (৪৯)
বাদী হয়ে একটি এজাহার দায়ের করিলে হত্যা মামলা রুজু করা হয়।
দোয়ারাবাজার থানা পুলিশ সিলেটের বিয়ানীবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত শিশু আকসান মিয়া (১৩) পিতা-গোলাম মোস্তফা, সাং-পশ্চিম নৈনগাও,তাকে আটক করে এবং তাহার স্বীকারোক্তিমতে ঘটনার সহিত জড়িত আসামী আজির উদ্দিন আজির (২১) পিতা-সুজন মিয়া, সাং-পশ্চিম নৈনগাঁও, থানা-দোয়ারাবাজার জেলা-সুনামগঞ্জকে আটক করে।
দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক বলেন,ঘটনায় জড়িত শিশু আকসান মিয়া ও আসামি আজির উদ্দিন আজির কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। শিশু আকসান মিয়া ঘটনায় জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। মামলার তদন্ত অব্যাহত আছে।