দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার রামনগর গ্রামের তালেব আলী মাস্টারের পুত্র মোঃ আমিরুল ইসলাম বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য হিসাবে সিলেট জেলায় কর্মরত আছেন।
সে নিজ বাড়ী থেকে ছুটি শেষ করে সিলেট যাওয়ার পথে বালিউড়া বাজারের মেইন রাস্তার সংলগ্ন গ্রামীণ টাওয়ারের পাশে যাইতে একদল সন্ত্রাসীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে তার উপর অতর্কিত হামলা করে।
ঘটনাটি ঘটেছে গত (৪ মে) রবিবার সকাল ১১.৩০ মিনিটের সময় উপজেলার বালিউড়া বাজার যাওয়ার মেইন রাস্তার উপরে।
অভিযোগ সূত্রে জানাযায়,(৬ মে) মঙ্গলবার ভিকটিমের ভাই কামরুল ইসলাম (২৭) বাদী হয়ে তিনজনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করেন রামনগর গ্রামের সুনু মিয়ার পুত্র (১) মোঃ রবি মিয়া (২২) সফিকুল ইসলামের পুত্র (২) মোঃ সজিব মিয়া (২০) ও বাংলাবাজার ইউনিয়নের ভিখারগাঁও গ্রামের সামসু মিয়ার পুত্র (৩) সুজন মিয়া (১৯) কে বিবাদী করে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে আরো উল্লেখ করেন ভিকটিমের ভাই আমিরুল ইসলাম প্রবাসে পাঠানোর জন্য ভিসা বাবদ নগদ ৫ লক্ষ টাকা নিয়ে সিলেটে মোটরসাইকেল যুগে রওয়ানা করলে নরসিংপুর ইউনিয়নের লেদারকান্দি গ্রামের পাশে মেইন রাস্তায় যাইতেই তার উপর অতর্কিত হামলা চালায়ে তার সাথে থাকা ভিসা বাবদ নগদ ৫ লক্ষ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ আনেন।
এবং তিনির উপর বেধরক মারপিট করার অভিযোগ তুলেধরেন। এ-সময় ভিকটিম মো. আমিরুল ইসলাম বলেন দেশ-বাসী সহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট ঘটনাটির তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবি করেন।
জানতে চাইলে অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহিদুল হক বলেন, রামনগর সমাজের মসজিদে অজুখানা নিয়ে গত দুইদিন পূর্বে একটি মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে একটু হাতাহাতির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিবো।
উপজেলার রামনগর গ্রামের তালেব আলী মাস্টারের পুত্র মোঃ আমিরুল ইসলাম বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য হিসাবে সিলেট জেলায় কর্মরত আছেন। সে ছুটি শেষ করে কর্মস্থলে ফেরার সময় কয়েকজন সন্ত্রাসী উদ্দেশ্য প্রণোদিতভাবে তার উপর হামলা করে। সে এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনিকে কি কারনে হামলার শিকার হয়েছে এই বিষয়টি এখনো জানা যায়নি।