দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন দোয়ারাবাজার শ্রমিক সংগঠন, দীর্ঘ দিন যাবত মানুষের ও শ্রমিকের কল্যাণে কাজ করে আসছে।
নবনির্বাচিত ১১ সদস্য কমিটির সদস্যরা ৪ এপ্রিল সন্ধ্যায় বি এন পি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সাবেক বার বার নির্বাচিত সংসদ সদস্য মোঃ কলিম উদ্দিন আহমদ মিলনের বাসায় এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়, এবং সাবেক সংসদ দোয়ারাবাজার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এতে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ লায়েক হোসেন সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান কার্যকরী কমিটির সভাপতি মোঃ ভুট্টো মিয়া সহ-সভাপতি মোঃ হানিফ মিয়া,সহ সাধারণ সম্পাদক মোঃ ইয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ মিয়া, দপ্তর সম্পাদক মোঃ সুজন মিয়া, কোষাধ্যক্ষ মোঃ ওয়াসিম মিয়া, সম্মানিত সদস্য মোঃ সোবহান মিয়া, মোঃ নুরুল আমিন, মোঃ নবির মিয়া, এদিকে নব নির্বাচিত শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ কে উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন , দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি আবু সালেহ মোঃ আলা উদ্দিন অভিনন্দন জানিয়েছেন।