পিন্টু দেবনাথ, মৌলভীবাজার :
মৌলভীবাজারের কমলগঞ্জ হীড বাংলাদেশ কমলগঞ্জ শাখার আওতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ) এর অর্থায়নে ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়িত “ভ্যালু এ্যাডেড রেডি টু ইট পণ্য তৈরি ও বিপণন” শীর্ষক প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ মে) উপজেলার করিমবাজার এলাকায় সরইবাড়ি ইসলামিয়া মাদ্রাসা ও রাহেনাজাত মহিলা মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সাথে নিয়ে দৈনিক পুষ্টি চাহিদা মেটাতে বেশি মাছ খাওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। এসময় উপস্থিত ছাত্র ছাত্রীদেরকে মাছের কিমা সমৃদ্ধ ফিস সিঙ্গারা, ফিস পুরি, ফিস সমুচা ও চিকেন তেহারি পরিবেশন করা হয়। মাদ্রাসার প্রিন্সিপাল মো: আবুল বাসার হীড বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ছাত্র ছাত্রীদেরকে বেশি বেশি মাছ খাওয়ার পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ কৃষি ইউনিটের মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন, কমলগঞ্জ শাখার ক্রেডিট অফিসার আব্দুল্লাহ আল মামুন ও কামাল ত্রিপুরা, সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা জয় প্রকাশ রায়, হীড বাংলাদেশ কমলগঞ্জ শাখার সদস্যদের মধ্যে মো: হারিছ মিয়া, মো: এবাদুর রহমান প্রমূখ।