সুনামগঞ্জ প্রতিনিধি,
সুনামগঞ্জের তাহিরপুরে দুই মাদরাসা ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত ও প্রতিবাদকারী এক ছাত্রীর চাচাকে মারপিটের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার মধ্যরাতে তাহিরপুর উপজেলার বালিজুড়ি গ্রামের নয়াহাটি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বালিজুড়ি গ্রামের নয়াহাটি মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫), জাহাঙ্গীরের ছেলে তৌফিক মিয়া (২২) ও আলমগীর মিয়ার ছেলে মারুফ মিয়া (২১)।
জানা যায়, গত ২৭ এপ্রিল বিকেলে তাহিরপুর উপজেলার বালিজুড়ি এইচ এ উলুম সিনিয়র মাদরাসা ছুটির পর বাড়ি ফেরার পথে পুরান বারুংকা গ্রামের কাছে দুই ছাত্রীর পথরোধ করে সামনে দাঁড়ায় ৫ বখাটে যুবক। এ সময় তারা অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। খবর পেয়ে এক ছাত্রীর চাচা এগিয়ে এসে প্রতিবাদ করলে বখাটেরা তাকে মারপিট করে, এতে তিনি গুরুতর আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পরদিন তাহিরপুর থানায় ৫ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন ছাত্রীর এক চাচা।
শিক্ষার্থীদের পরিবারের লোকজন জানান, ঘটনার পর থেকে দুইছাত্রী মাদরাসা যেতে ভয় পাচ্ছে। একদিন অভিভাবকরা নিয়ে গিয়েছিলেন।
বালিজুরী এইচ এ উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ হারিছ উদ্দিন বলেন, ছাত্রীরা বখাটেদের নামে অভিযোগ করলে আমরা খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাই। পরে কমিটি বসে রেজুলেশন করে ইউএনও ও থানার ওসিকে অবহিত করি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ছাত্রীদের উত্ত্যক্ত করা ও চাকাকে মারপিটের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালছে।