বিনোদন প্রতিবেদক :
দেশের জনপ্রিয় মডেল – অভিনেত্রী ফারিয়া শাহরিন ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর ‘অন্তরা’ চরিত্র দিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এই তারকা অনেক বছর ধরেই কাজ করছেন নাটক ও বিজ্ঞাপন জগতে। উপস্থাপনাও করেছেন তিনি। তবে সর্বাধিক আলোচনায় আসেন এই ধারাবাহিকের মাধ্যমেই। জানা গেছে, খুব শীঘ্রি শুরু হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এর শুটিং। আর তাতে আবারও দেখা যাবে ফারিয়াকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিয়া শাহরিন তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং মিডিয়ার বাস্তবতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। বিশেষ করে, মিডিয়ায় নারী শিল্পীদের আয়ের উৎস নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে সরাসরি নিজের অবস্থান তুলে ধরেন এই তারকা। এই প্রসঙ্গে ফারিয়া বলেন, মিডিয়াতে থাকলে আসলে টাকা কামানো যায়, এটা ভেরি ট্রু। কিন্তু বাংলো, গাড়ি বাড়ি – আমার আসলে এসব কিছুই নেই। আমার মতো যারা কম কাজ করেছে, বা খুব সততার সঙ্গে কাজ করেছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না, যদি না সুগার ড্যাডি থাকে।
এই বিষয়ে তিনি আরও বলেন, তাই আমার ক্ষেত্রে এই জন্য কোনো টাকা পয়সা নেই। আমার কোনো গাড়ি নেই, সারাজীবন বাপের গাড়িতে চড়েছি। আমার নিজের কোনো বাড়ি নেই। আর ভবিষ্যতেও কোনো সুগার ড্যাডি হওয়ার সম্ভাবনা একশো ভাগের এক ভাগও নেই।
জানা গেছে, ফারিয়া শাহরিনের এই মন্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার সাহসী স্বীকারোক্তির প্রশংসা করছেন, আবার কেউ কেউ বিষয়টিকে ব্যঙ্গ করেও মন্তব্য করছেন।