দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ওয়াদুদ ভূইয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ তুলে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
শুক্রবার (২ মে) দুপুরে উপজেলার বালিচড়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে ওয়াদুদ ভূইয়া এলাকায় ভয়ভীতির পরিবেশ তৈরি করেছিল। মাটি খেকো, অবৈধ ভূমি দখলকারী এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতকারী হিসেবে উল্লেখ করেন তারা। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার ও সাধারণ মানুষের উপর নিপীড়নের অভিযোগ তোলেন বক্তারা।
এ সময় বক্তারা আরও বলেন, ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বাধীন একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকার মানুষের ন্যায্য অধিকার হরণ করেছে। তার অপশাসনের কারণে সাধারণ মানুষ মুখ খুলতে পারেনি। বালিচড়া গ্রামের একটা ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর মাহফিল হতো ২০১৯ সালে দলীয় প্রভাব খাটিয়ে সে এবং তার বাহিনীদের সাথে নিয়ে মাহফিলটি বন্ধ করে দেয়।মাহফিল কমিটিকে জামায়াত বিএন পির লোক আখ্যায়িত করে প্রশাসন এবং এলাকার সন্ত্রাসীদের মাধ্যমে বিভিন্ন হয়রানি করে।
গ্রামের একটি সমবায় সমিতি ছিল সেটি সরকারি রেজিষ্ট্রেশন হয়ে বিভিন্ন বরাদ্দ আসলে একাই তার সহযোগীদেরকে নিয়ে ভোগ করে এবং সমবায় সমিতির প্রায় কোটি টাকা সে এবং তার লোকেরা আত্নসাত করেছে।এখনো প্রায় ৩০-৪০জন গরীব অসহায় হতদরিদ্র মানুষের টাকা তারা অবৈধভাবে জোরপূর্বক ভোগ করছে।
সেই টাকার হিসাব তাদের নিকট চাইলে বিভিন্ন হুমকিধামকি এবং প্রশাসনের ভয় দেখায়।
সরকার পরিবর্তনের পরও তার সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন হারুন অর রশিদ, জহিরুল হক, মন্তাজ উদ্দিন, শুকুর আলী, রফিক মিয়া, শামছুল ইসলাম এবং ছবির মিয়া। এছাড়া মানববন্ধনে এলাকার ভুক্তভোগী পরিবার ও সচেতন নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন সুকুর মিয়া, রফিকুল ইসলাম, রুহুল আমিন ও মনজু মিয়া সহ এলাকার অন্যান্য মুরুব্বি ও সচেতন যুব সমাজ।
মানববন্ধন থেকে বক্তারা ওয়াদুদ ভূইয়ার দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।