নিজস্ব প্রতিবেদক,
সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যাসন্তান প্রসব করেছেন।
বৃহস্পতিবার (১ মে) সকালে থানা সংলগ্ন রাস্তায় সন্তান প্রসব করলে পুলিশ তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মানবিক আবেদন দেখে কয়েকটি নিঃসন্তান পরিবার দত্তক নিতে চান নবজাতক শিশুটিকে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিশ্বনাথ থানার পাশে এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যা সন্তান প্রসব করেন। পুলিশ নবজাতক শিশু ও মাকে উদ্ধার করে সমাজসেবা অফিসের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এরপর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় ‘ইউএনও বিশ্বনাথ’ ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে তিনি বলেন, কোনো নিঃসন্তান দম্পতি এই কন্যা সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করতে চাইলে ডকুমেন্টসসহ বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে আবেদন করতে বলা হয়। প্রয়োজনীয় কাগজপত্রের কথাও উল্লেখ করা হয়।
ইউএনওর এমন আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ৩টি নিঃসন্তান পরিবার নবজাতক শিশুটিকে দত্তক নিতে আবেদন করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় গণমাধ্যমকে বলেন, ফেসবুকে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য লেখার পরে অনেকেই যোগাযোগ করছেন। শিশুটির সুন্দর ভবিষৎ নিশ্চিতে একটি পরিবারে তুলে দেওয়া হবে।