পিন্টু দেবনাথ,
মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
“দুনিয়ার মজদুর এক হও” এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে মহান মে দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ২৩৬৮, কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল করিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক লোকমান হোসেন, ক্রাউন সিমেন্ট পিএলসির টেরিটরি অফিসার মো. ওমর ফারুক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমলগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক আবু সাঈদ, সাবেক সভাপতি জয়নাল আবেদীন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া এবং শ্রমিকদের অধিকার বাস্তবায়নে সরকারের কাছে দাবী জানান।