নিজস্ব প্রতিবেদক,
মৌলভীবাজার জেলার সদর মডেল থানার হত্যা মামলার পলাতক আসামি বজলু মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে মৌলভীবাজার জেলার সদর মডেল থানাধীন আপার কাগাবালা ইউনিয়নের সমশেরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মৌলভীবাজার জেলার সদর মডেল থানার হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামি বজলু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বজলু মিয়া (৪০) মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের বিন্নি গ্রামের মৃত জিলদার মিয়ার ছেলে। হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় আরও ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।