সিলেট প্রতিনিধি,
সিলেট পুলিশ লাইন ও ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস এলাকায় ১টি করে দুটি আবাসিক ভবন নির্মাণে অতিরিক্ত ব্যয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্প দুটিতে অতিরিক্ত ব্যয় হয়েছে ১১ কোটি ৯১ লাখ ১৬ হাজার ৪১ টাকা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সূত্রে জানা গেছে, সিলেট পুলিশ লাইন এলাকায় ১৫ তলা ভিত্তিসহ ১৫ তলা আবাসিক ভবন নির্মাণ (৬৫০ বর্গফুট প্রতি তলায় ১২টি ইউনিট) এর পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাব উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তাতে অনুমোদন দিয়েছে।
জানা গেছে, প্রকল্পটিতে পদ্মা অ্যাসোসিয়েটস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ঠিকাদার হিসেবে নিয়োগ পায়। প্রকল্পের ব্যয় ধরা ছিল ৫৫ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৭০ টাকা। চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় টেন্ডারভুক্ত/টেন্ডার বহির্ভুত কিছু আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৭ কোটি ৭৫ লাখ ২১ হাজার ৯৬ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তাতে অনুমোদন দিয়েছে। প্রকল্পটি একনেক কর্তৃক ২০১৬ সালে ৩০ অক্টোবর অনুমোদিত হয়।
এছাড়া বৈঠকে অপর এক প্রস্তাবের প্রেক্ষিতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস এলাকায় ২০ তলা ভিত্তিসহ ২০ তলা আবাসিক ভবন নির্মাণ (৬৫০ বর্গফুট প্রতি তলায় ১২টি ইউনিট) এর পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার হিসেবে নিয়োগ পায় পদ্মা অ্যাসোসিয়েটস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
প্রকল্পে ব্যয় বরাদ্দ ছিল ৮২ কোটি ৬৩ লাখ ২১ হাজার ৬২৫ টাকা। চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় টেন্ডারভুক্ত/টেন্ডার বহির্ভূত কিছু আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৪ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৯৪৫ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব উপস্থান করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তাতে অনুমোদন দিয়েছে।