ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
দলিল লেখকদের দক্ষতা উন্নয়ন, শুদ্ধাচার চর্চা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিসে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ কর্মশালায় শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিসে নিয়োজিত দলিল লেখকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে দলিল রেজিস্ট্রেশনের প্রক্রিয়া, আইনি দিক, তথ্য নির্ভুলতা এবং সাধারণ জনগণের ভোগান্তি রোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষকরা বলেন, “একজন মানুষ অনেক সময় তার জীবনের শেষ সম্বল দিয়ে জমি কেনেন। সেই জমির দলিল রচনায় সামান্য ভুলের কারণে তিনি যেন হয়রানির শিকার না হন, সে ব্যাপারে দলিল লেখকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সঠিক, নির্ভুল এবং জবাবদিহিমূলক দলিল রচনার মাধ্যমেই জনগণের প্রতি সেবার মান নিশ্চিত করতে হবে।”
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার সাব-রেজিস্ট্রার শংকর কুমার ধর, মৌলভীবাজার জেলা সাব-রেজিস্ট্রার মফিজুল ইসলাম, মৌলভীবাজার জেলা সদর সাব-রেজিস্ট্রার ইয়াসমিন শিকদার ও কমলগঞ্জ সাব-রেজিস্ট্রার মো. ফয়সল হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল দলিল লেখক সমিতির সভাপতি হাজী মো. ছায়েদ আলী, সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমানসহ সকল সনদধারী দলিল লেখকবৃন্দ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী দলিল লেখকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং ভবিষ্যতে আরও কার্যকরী প্রশিক্ষণের আশ্বাস দেওয়া হয়।