জেলা প্রতিনিধি, মৌলভীবাজার ::
মৌলভীবাজার সরকারি কলেজ এর হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে উদ্যোক্তা মেলা-২৫ এর সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে হিসাববিজ্ঞান বিভাগের হল রুমে উদ্যোক্তা মেলা-২৫ এর সফল সমাপনী অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শরিফুল রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনছুর আলমগীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মোঃ রফি উদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুর রব, মোহাম্মদ তারিকউজ্জামান ভুইয়া।
এতে প্রধান সমন্বয়ক এর দায়িত্বে ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম। এবং মেন্টরস ছিলেন সরওয়ার জাহান রাফি ও মুজাহিদুল ইসলাম।
এই উদ্যোক্তা মেলা-২৫ অনুষ্ঠানটি শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্যোগী কাজে উৎসাহিত করতে কলেজের বিভিন্ন শিক্ষকবৃন্দ, ছাত্র ছাত্রীদের আন্তরিক অংশগ্রহণে দারুণ একটা পরিবেশ তৈরি হয়।
অধ্যক্ষ প্রফেসর মোঃ মনছুর আলমগীর বলেন, চাকরি খোঁজার চেয়ে চাকরি দেওয়ার জন্য উদ্যোক্তা হওয়ার বিকল্প নেই। সম্পাদকে এরকম একটি চমৎকার আয়োজনকে আরও বড় পরিসরে উন্মুক্ত প্রাঙ্গণে করার অনুরোধ করেন।