মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
দৈনিক আমার দেশ-এর মজলুম সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২ টায় কমলগঞ্জ প্রেসক্লাব সম্মুখে আমার দেশ পাঠক মেলা আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন আমার দেশ পাঠক ফোরামের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সৈয়দ জামাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাব এর আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু ও দৈনিক আমার দেশ পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি এস কে দাস।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জে কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার প্রতিনিধি ও আমার দেশ পাঠক মেলার সদস্যবৃন্দ।
বক্তরা বলেন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এর বিরুদ্ধে অবিলম্বে মিথ্যা মামলায় প্রত্যাহারের দাবী জানান।