স্টাফ রিপোর্টার,
সুনামগঞ্জের দিরাই উপজেলার রণভূমি গ্রামে দুর্বৃত্তদের লাগানো আগুনে এক কৃষকের ২০০ মণ বোরো ধান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৬ এপ্রিল) ভোররাতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হান্নান রণভূমি গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাউআই হাওরে প্রতিদিনের মতো ধান পাহারা দিচ্ছিলেন ছাদ উদ্দিন নামের এক ব্যক্তি। ভোর ৪টার দিকে ১০-১৫ জনের একটি দল হাওরে এসে তার হাত-পা বেঁধে ফেলে এবং সেখানে রাখা কাটা ধানে আগুন লাগিয়ে দেয়। পরে সকালে অন্যান্য কৃষকরা কাজে গিয়ে হাওরে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। ততক্ষণে ফসল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হান্নান কান্নাজড়িত কণ্ঠে বলেন, অনেক কষ্ট করে এই ফসল তুলেছিলাম। কে বা কারা আমার সর্বনাশ করল। আমার সব শেষ হয়ে গেল। ২০০ মণ ধান একেবারে ছাই হয়ে গেছে।
এ বিষয়ে দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, কে বা কারা ফসলি জমিতে অগ্নিসংযোগ করেছে। তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।