ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল উপজেলায় এক বিরল প্রজাতির লজ্জাবতী বানরকে কুকুরের আক্রমণ থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার শংকরসেনা গ্রামের গড় পাড়ার রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দা ঝুনু রাম গড় দেখতে পান, একটি অসুস্থ প্রাণী কুকুরের আক্রমণের শিকার হয়ে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে আছে।
মানবিক বিবেচনায় ঝুনু রাম গড় তাৎক্ষণিকভাবে প্রাণীটিকে উদ্ধার করে নিজ বাসায় নিয়ে যান এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটির প্রজাতি নিশ্চিত করেন, এটি একটি লজ্জাবতী বানর। লজ্জাবতী বানর একটি বিরল ও সংরক্ষিত বন্যপ্রাণী, যা বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী রক্ষিত।
পরবর্তীতে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বানরটিকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়, যাতে প্রাণীটি তার প্রাকৃতিক পরিবেশে ফিরে যেতে পারে।
এই উদ্ধারের মাধ্যমে স্থানীয়দের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে জানান ফাউন্ডেশনের পরিচালক। তিনি আরও বলেন, “প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ ধরনের সচেতনতা এবং সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”