স্টাফ রিপোর্টার,
সুনামগঞ্জের সুরমা নদীতে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী ও বিস্কুট জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভোররাতে শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব চোরাচালানের পণ্য জব্দ করা হয়।
জানা যায়, বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তর-পশ্চিম পাশে সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় বেটনোবিটসি, হোয়াইটটোন, পন্ডসব্রাইটক্রিম ও অন্যান্য কসমেটিক্স আইটেমসহ মোট ৬১৩০ পিস কসমেটিক্স সামগ্রী এবং ৪ হাজার ১৭০ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪০ লাখ ১২ হাজার ৯২০ টাকা।
অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলাম ও সাতজন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। সুরমা নদী থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।