স্পোর্টস ডেস্ক,
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২৭৩ রান করায় ৮২ রানের লিড পায় তারা। জবাব দিতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। তবে মুমিনুল ও জয়ের ব্যাটে ভর করে ৫ রানে পিছিয়ে থেকেই দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে ও ১ উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে রয়েছে বলে জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সোমবার (২১ এপ্রিল) বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফাইফার তুলে নিয়েছেন তিনি।
তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। এ সময় সিলেট টেস্টে দলের অবস্থা নিয়ে তিনি বলেন, আমি মনে করি; ম্যাচ এখনও আমাদের নিয়ন্ত্রণে আছে। কারণ ওরা হয়ত ৮২ লিড পেয়েছে। আমরা ২৫ রান পেছনে আছি। ১ উইকেট গেছে, এখনও ব্যাটার আছে আমাদের। যদি আমরা ভালো টোটাল দিতে পারি ওদের জন্য অনেক চ্যালেঞ্জ হবে এই উইকেটে।
তবে মিরাজের কথার সঙ্গে সহমত নয় জিম্বাবুয়ের ক্রিকেটার ব্রায়ান বেনেট। তিনি বলেন, হ্যাঁ, আগের দিন আমরা ভালো করেছিলাম। বাংলাদেশ ভালো দল। আজ তারা ভালো করেছে। ম্যাচটা এখন ব্যালেন্সে আছে।
দিনের শেষ সময়ে ১৩ ওভার ব্যাট করে ১ উইকেট ৫৭ রান তুলতে পেরেছে টাইগাররা। এতে জিম্বাবুয়ের থেকে ২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম।
সাদমানের উইকেটের কারণে নিজেদের এগিয়ে রাখছেন বেনেট। তার ভাষ্য, আমরা কিছুটা এগিয়ে আছি মনে হয়, শেষ বেলায় একটি উইকেট তোলার কারণে। কাল একটি বড় দিন হতে যাচ্ছে। আমাদের চেষ্টা করতে হবে যেন তারা অত বেশি রান তুলতে না পারে যেন আমাদের বেশি বড় রান তাড়া করতে না হয়।