ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের নওয়াগাঁও দেবপাড়ায় একটি হাঁস গিলে খাওয়া অজগর সাপ ধরা পড়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নওয়াগাঁও দেবপাড়া লন্ডনি ধনাই মিয়ার পুকুর থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধনাই মিয়ার পরিবারের সদস্যরা পুকুরপাড়ে হাঁসের অস্বাভাবিক চিৎকার শুনতে পান। ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান, একটি বিশাল আকৃতির অজগর সাপ তাদের একটি হাঁসকে ধরে গিলে খাচ্ছে। আতঙ্কিত হয়ে তারা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, সেখানে পৌঁছানোর সময় অজগরটি ইতোমধ্যে হাঁসটিকে সম্পূর্ণভাবে গিলে ফেলেছিল। পরে পুকুর থেকে সাপটিকে নিরাপদে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, “এটি একটি বড় মাপের অজগর সাপ। সাধারণত খাদ্যের সন্ধানে এরা এমন বসতি এলাকায় চলে আসে। আমরা সাপটিকে উদ্ধার করে যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করেছি।”
স্থানীয়রা জানান, এরকম বড় সাপ আগে কখনো এলাকায় দেখা যায়নি। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে বেশ কিছুটা আতঙ্ক বিরাজ করছে।