Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটসিলেটে শ্যালক-দুলাভাইয়ের বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের মামলা

সিলেটে শ্যালক-দুলাভাইয়ের বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের মামলা

 

সিলেটের এক পৌর কাউন্সিলর ও তার শ্যালকের বিরুদ্ধে আদালতে ৩ কোটি টাকা আত্মসাতের মামলা দায়ের করা হয়েছে।

গত ২৭ আগস্ট সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী ৩নং আদালতে এই মামলাটি দায়ের করেছেন বিশ্বনাথের শাহজিরগাঁও গ্রামের আমরোজ আলীর স্ত্রী লন্ডন প্রবাসী আফতেরা বিবি (৫১)।বিশ্বনাথ সিআর মামলা নং-৩২৮/২০২৩ইং।

মামলায় প্রধান আসামি করা হয়েছে বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলীর শ্যালক ছাতক উপজেলার বুরাইয়া বুরকি হাটি গ্রামের তফজ্জুল হোসেনের ছেলে মাছুম আহমদকে (৩৮)। আর এই মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে কাউন্সিলর ফজর আলীকে।মামলার বাদি ওই মহিলা ফজর আলীর খালা শ্বাশুড়ি আর মাছুম আহমদের খালা হন।

মামলার এজাহারে উল্লেখ বাদি উল্লেখ করেছেন, মাছুম আহমদ ফজর আলীর যোগসাজসে তার নিকট থেকে ২টি প্লট ও ১টি তিন তলা বিশিষ্ট দালান ক্রয় করার জন্য ৩ কোটি টাকা আনেন। কিন্তু বাদীর নামে জায়গা ক্রয় না করে বিশ্বনাথ সাবরেজিষ্ট্রারের স্বাক্ষর জাল করে অবিকল সাফ কাবালা তিনটি দলিল সম্পাদনের রশিদ তাকে প্রদান করেন। যা তিনি সাবরেজিষ্ট্রারী অফিসে তল্লাশী দিয়ে দলিলের রশিদের কোন অস্থিত্বই খোঁজে পাননি। তাই তিনি আসামীদের বিরুদ্ধে মামলাটি এফআইআর গণ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা ও দ্রুত প্রতিকারসহ বিচার প্রার্থনা করেন। মামলাটি তদন্ত করে আগামী ১১ অক্টোবর প্রতিবেদন দেয়ার জন্য বিশ্বনাথ থানার ওসিকে নির্দেশ দেন আদালত।

মামলার বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর ফজর আলী বলেন, কি কারণে মামলা হয়েছে আমি জানি না।আর ওই মহিলা আমার সম্পর্কে খালা শ্বাশুড়ি।মানষিক ভারসাম্যহীন বলেও দাবী করেন কাউন্সিলর ফজর আলী।

এব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুর রহমান বলেন, আদালতে কাউন্সিলর ফজর আলীর খালা শ্বাশুড়ি মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments