নিজস্ব প্রতিবেদক,
অভ্যন্তরীণ কোন্দলের জেরে সিলেটের শাহী ঈদগাহ এলাকায় তুষার আহমদ চৌধুরী (১৯) নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নগরের শাহী ইদগাহস্থ দলদলি চা বাগান সড়কে এই ঘটনা ঘটে।
নিহত তুষার নগরের রায়নগর বসুন্ধরা আবাসিক এলাকার ১০২নং বাসার অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের কিছু নেতাকর্মীদের বিরোধ ছিল। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তুষারকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এরপর ঘটনাস্থলের পাশের চা বাগানের শ্রমিকরা বাঁচাও, বাঁচাও চিৎকার শুনে এসে রক্তাক্ত অবস্থায় আহতকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তুষার নামের এক তরুণ খুন হয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।