Wednesday, April 16, 2025
Homeবিনোদনভেতরে আরও দুইটা জামা পরেছিলাম: দাবি মাহির

ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম: দাবি মাহির

বিনোদন প্রতিবেদক,

 

সম্প্রতি একটি মোটরসাইকেল ব্র্যান্ডের ইভেন্টে পারফর্ম করে আলোচনায় এসেছেন অভিনেত্রী সামিরা খান মাহি। তবে তার পারফরম্যান্স নয়, বরং পরিহিত পোশাক ও পারফরম্যান্সের ভঙ্গিমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল সমালোচনা।

 

ভিডিওতে মাহিকে দেখা যায় বডি-ফিটিং পোশাকে পারফর্ম করতে। অনেকে একে ‘দৃষ্টিকটু’ ও ‘লাইভ ফ্যাশন ডিজাস্টার’ বলে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ড্রেসটা এতটাই টাইট, মনে হচ্ছে নিঃশ্বাস নিলেই ফেটে যাবে!’ সমালোচনার মুখে মাহি ব্যাখ্যা দিয়েছেন, ‘অনেকে ভাবছে আমি কিছুই পরিনি! কিন্তু কস্টিউমের নিচে আমি আরও দুইটা জামা পরেছিলাম!’ তার এই মন্তব্য ঘিরে নতুন করে হাস্যরসের জন্ম দিয়েছে নেটদুনিয়ায়। কেউ বলছেন, ‘দুইটা জামা পরে এমন লুক হলে, একটাও না পরলে কী হতো?’

 

অনেকে বিষয়টিকে ‘পাবলিসিটি স্টান্ট’ বলেও মনে করছেন। একজন লিখেছেন, ‘আগে যারা নাচতো তারা ছিল ‘নৃত্যশিল্পী’, এখন যারা নাচে তারা হয় ‘ট্রেন্ডিং টপিক’।’

 

এদিকে মাহি অভিযোগ করেছেন, ভিডিওটি যিনি জুম করে আপলোড করেছেন, তিনি ইচ্ছা করে হেয় করার চেষ্টা করেছেন। তবে নেটিজেনদের প্রশ্ন, তাহলে এমন পোশাক পরে নাচের উদ্দেশ্য কী?

 

মাহি দাবি করেছেন, ইভেন্টের জন্য কোনো কস্টিউম ডিজাইনার বা মেকআপ টিম ছিল না। তিনি বলেন, ‘কস্টিউম পেয়েছি ইভেন্টের আগের দিন, কিছুই করার ছিল না।’ এই মন্তব্যকেও ছেড়ে দিচ্ছেন না সমালোচকরা। তাদের কথায়, ‘ডিজাইনার না থাকলে দর্জির কাছেই যেতেন!’

 

বর্তমানে মাহির ওই ভিডিও এবং তার দেওয়া বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল বিতর্ক। কেউ বলছেন ‘ওভার রিঅ্যাক্ট করছে’, কেউ আবার মনে করছেন ‘শিল্পীর প্রতি অন্যায় আচরণ হচ্ছে’। তবে এক বিষয়ে সবাই একমত— মাহির এই পারফরম্যান্স, বিতর্ক ও ব্যাখ্যা তাকে আবারও এনে দিয়েছে আলোচনার কেন্দ্রে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments