Wednesday, April 16, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারকমলগঞ্জের ছয়চিরি দিঘীর পাড়ে চড়ক পূজা উদযাপন 

কমলগঞ্জের ছয়চিরি দিঘীর পাড়ে চড়ক পূজা উদযাপন 

 

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার :

 

বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভর্যের মধ্য দিয়ে কমলগঞ্জের ছয়চিরি দিঘির চতুরপারে ঐতিহ্যবাহী  চড়ক  পূজা অনুষ্ঠিত হয়েছে।

 

পঞ্জিকা মতে প্রতি বছর চৈত্র সংক্রান্তি দিন এ পূজা অনুষ্ঠিত হয়।

 

জানা যায়, চড়ক পূজা শুরুর ১০/১২ দিন পূর্ব থেকে বিভিন্ন এলাকার পূজারীদের মধ্যে ৪০/৫০ জন সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে বাড়ি বাড়ি গিয়ে শিব-গৌরীসহ নৃত্যগীত সহকারে ভিক্ষায় অংশ নেন। এ কদিন তারা পবিত্রতার সহিত সন্যাস ব্রত পালন করেন।

 

চড়ক পূজা উপলক্ষে রোববার রাতে কালী নৃত্য, ভক্তদের নাচ অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে শিব নৃত্য, কালী নৃত্য ও বলিচ্ছেদ নৃত্য অনুষ্ঠিত হয়।

 

পরে ভক্তদের  লোহার শিকড় শরীরে বিভিন্ন স্থানে গেঁথে দেয়া হয় এবং  পিঠে বড় বড় দুইটি বড়শি গেঁথে চড়কগাছে ঘুরানো হয়।

 

এসময় দর্শনার্থীরা জয়ধ্বনি এবং নারীরা উলুলধ্বনি দিতে থাকেন।

 

তান্ত্রিক মন্ত্রের ধারা বিভিন্ন অলৌকিক ধর্মীয় কর্মসূচী উপভোগ করার জন্য প্রতি বছরের মত এবারও দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী-পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে দর্শনার্থীর উপস্থিতি ছিল লক্ষণীয়।

 

চড়ক পূজা উপলক্ষে এক বিশাল মেলা বসে।মেলায় গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন রকমারী জিনিসপত্র সয়লাব ছিল।

 

এদিকে চড়কপূজা শান্তিপূর্ণ পরিবেশে হওয়ার লক্ষ্যে  প্রশাসন, সেনাবাহিনী,  র‍্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষনিক তৎপর থাকতে দেখা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments