Wednesday, April 16, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জদোয়ারাবাজারে নানা আয়োজনে উৎসাহ উদ্দীপনায় পালিত হল বাংলা নববর্ষ

দোয়ারাবাজারে নানা আয়োজনে উৎসাহ উদ্দীপনায় পালিত হল বাংলা নববর্ষ

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ আবু সালেহ মোঃ আলা উদ্দিন

দোয়ারাবাজারে আনন্দঘন পরিবেশে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বলেন, পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রজন্মের পর প্রজন্ম যেন এই ঐতিহ্য ধারণ করে সেই লক্ষ্যে আমরা প্রতিবছর এই আয়োজন করে থাকি।

গ্রামীণ পরিবেশে অনুষ্ঠিত এই বর্ষবরণ অনুষ্ঠানটি মিলনমেলায় রূপ নেয়, যেখানে সবাই ধর্ম—বর্ণ—নির্বিশেষে অংশগ্রহণ করেন।

এ—সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক, উপজেলা কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ, প্রাণি সম্পদ কর্মকর্তা এমদাদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়ব্রতনাথ, ভিআর ডিবি কর্মকর্তা শাহিন আলম, উপজেলা পরিসংখ্যান অফিসার মামুন মুজাহিদ, দোয়ারাবাজার উপজেলা যুবদলের আহবায়ক কমিটি সদস্য আব্দুর রউফ, জামায়াতে ইসলামী দোয়ারাবাজার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতি আবু সালেহ মোঃ আলা উদ্দিন দোয়ারাবাজার উপজেলা যুব ফোরাম সভাপতি ইউপি সদস্য কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments