সাজ্জাদ মাহমুদ মনির, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি:
অদ্য ১৪ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ১২৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী সুরমা ব্রীজ সংলগ্ন এলাকা হতে সেনাবাহিনীর সহায়তায় ভারতীয় ২৮ টি দুম্বা এবং ৩৭ টি রাম ছাগল আটক করে।
আটককৃত দুম্বা এবং ছাগলের আনুমানিক সিজার মূল্য-৬১,২০,০০০.০০ (একষট্টি লক্ষ বিশ হাজার) টাকা। এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, আসন্ন কোরবানি ঈদকে টার্গেট করে চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠেছে, সেজন্য চোরাই পথে এসকল পশু ভারত হতে পাচারের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসে বলে ধারণা করা হচ্ছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই দুম্বা ও ছাগল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী পশুসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।