সাজ্জাদ মাহমুদ মনির, ছাতক,সুনামগঞ্জ প্রতিনিধি:
ছাতকে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নববর্ষ ১৪৩২ এর শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে দূর্বিণ শাহ মঞ্চে বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরিকুল ইসলাম,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাসির, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল,
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফারুক আহমেদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ আয়োজনে অংশ নেন।