নিজস্ব প্রতিবেদক,
সারা দেশের মতো সিলেটেও বাংলা নতুন বছর ১৪৩২ সালকে আজ নানা আয়োজনে স্বাগত জানানো হবে। আজ নগরীতে সরকারি আয়োজনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানমালা।
জেলা প্রশাসন : বাংলা নববর্ষ ১৪৩২ উৎসবমুখর পরিবেশে উদযাপন করবে সিলেট জেলা প্রশাসন। জাতীয় অনুষ্ঠানসূচির সাথে মিল রেখে আজ সার্কিট হাউজ থেকে সকাল ৮টায় আবশ্যিকভাবে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের পর বৈশাখী শোভাযাত্রা বের হয়ে নাগরি চত্ত¡র, বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্টা ও রিকাবিবাজার পয়েন্ট হয়ে শহর প্রদক্ষিণ করে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজে শেষ হবে। সকাল ৯টায় ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়া হস্ত ও বস্ত্র শিল্প মেলা এবং নববর্ষ মেলাসহ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
মহানগর ও জেলা বিএনপি : নগরীতে আজ সিলেট মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি বেলা ২টায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
আনন্দলোক : বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করতে রবীন্দ্রসংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘আনন্দলোক’ প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে ‘বর্ষবরণ উৎসব ১৪৩২’। নগরীর কেওয়াপাড়াস্থ শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে বর্ষবরণ উৎসব শুরু হবে সকাল সাড়ে ৭টায়। এবারের উৎসব উদ্বোধন করবেন বিশিষ্ট সমাজসেবী চন্দন সিংহ মজুমদার। আনন্দলোকের শিক্ষার্থীদের পাশাপাশি উৎসবে সংগীত-নৃত্য-আবৃত্তিতে অংশ নেবে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, সিলেট বিভাগীয় শাখা, গীতবিতান বাংলাদেশ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, নজরুল সংগীত শিল্পী পরিষদ সিলেট, নৃত্যশৈলী ও চারুবাকসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
শ্রুতি সিলেট : বাংলা বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে আয়োজন করেছে শ্রুতি সিলেট। সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর সুরমা নদীর পাড়ে সারদা হল প্রাঙ্গণে এ অনুষ্ঠান চলবে। শ্রুতির দিনব্যাপী আয়োজনে থাকছে সম্মাননা প্রদান, সম্মেলক ও একক পরিবেশনা, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও বৈশাখী মেলা।
চারণ সাংস্কৃতিক কেন্দ্র : নগরীর চৌহাট্টায় ভোলানন্দ নৈশ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র, সিলেট জেলা। আয়োজনে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, গীতবিতান বাংলাদেশ, অনির্বাণ শিল্পী সংগঠন, বর্ণ, শোভা সংগীতালয়, ছন্দ নৃত্যালয়, নৃত্যশৈলী, নগরনাট, নন্দনকৃতি, সংগীত নিকেতন এবং সিলেট আর্ট অ্যান্ড কালচার ইন্সটিটিউট।