গোলাপগঞ্জ প্রতিনিধি:::
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ সাজু (২৮) গ্রেপ্তার।
রোববার রাত ৮ টার দিকে তাকে পৌর শহরের আব্দুল মুতলিব কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার কানিশাইল গ্রামের গৌস উদ্দিনের পুত্র। সে গোলাপগঞ্জ মডেল থানায় গত ০৮/০১/২০২৫ এ দায়েরকৃত মামলা নং ০৬ এর তদন্তে প্রাপ্ত আসামী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা বলেন- সে মামলার ঘটনার সাথে সম্পৃক্ত ছিল।