ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল স্বেচ্ছায় রক্তদান সংস্থা ২০২৫ সালের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় “স্বেচ্ছায় রক্তদান সংস্থা ও নিরাপদ সড়ক চাই” শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান সংস্থা ২০২৫ সালের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল স্বেচ্ছায় রক্তদান সংস্থার চেয়ারম্যান আমজাদ হোসেন রনির সভাপতিত্ব ও সংগঠনের মহাসচিব অর্জুন ঘোষ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন স্বেচ্ছায় রক্তদান সংস্থার উপদেষ্টা ডা. নাজেম আল কোরেশী রাফাত।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা নিউ লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল্লাহ আল মামুন এবং শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মো. মাহফুজ আহমেদ।
এসময় বক্তব্যে স্বেচ্ছায় রক্তদান সংস্থার চেয়ারম্যান আমজাদ হোসেন রনি, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি গোলাম রহমান মামুন, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি আজহারুল ইসলাম অনিক, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মতিউর রহমান মতিন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখার সভাপতি ফারুক খাঁন, ইডাফ জাতীয় মানবাধিকার সংস্থা শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুল ইসলাম সবুজ, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ মান্না, আমাসুক উপজেলা শ্রীমঙ্গল শাখার সহ সভাপতি নাজির মিয়া।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, স্বেচ্ছায় রক্তদান সংস্থা’র শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ম মহাসচিব উত্তম রায় , আশীষ রবিদাস, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রবি উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ দুলা মিয়া, আইন বিষয়ক সম্পাদক পংকজ সরকার, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোঃ জাকির হোসেন, যুব বিষয়ক সম্পাদক ইমন আহমেদ প্রমুখ।